সঙ্গী ,ওরা আমার সঙ্গী। ওরা ,কাগজ বা ভাঙ্গা বোতলের টুকরো কুড়োনোর দল , সময় ভোর চারটে। হালকা অন্ধকারের চাদর জড়ানো শহরটা ,
তখনও ঘুমায়।
বয়স্ক শরীর নিয়ে আমি প্রাতভ্রমনে বেরই।
থাকেন ,আমারই মত আরো বৃদ্ধ বৃদ্ধা।
তখনই ওরা আমার সঙ্গী হয়।
একদিন একটি কিশোর ,
বাপে মায়ে দেয়া নাম হয়ত একটা ছিল,
এখন সে কাগজ কুড়ানিয়া।
দ্রুত চলে যাচ্ছিল ,বললাম ----------
''এত তাড়া কিসের?''
''আরো অনেকে চলে আসবে যে ---''
কিছু পরে ঘুরে এসে হঠাতই ;
আমার মুখোমুখি দাঁড়িয়ে বলল --
''আমি ভিখিরী নই,চাকরও নই,
আমি কাগজ কুড়াই।''
-------কি পরিস্কার ভাবে সে বুঝিয়ে দিল ,
এই বয়সেই সে স্বাবলম্বী।
কি দৃঢ়তা তার এই কিশোর মনে..
আর একদিন দেখি ,
ময়দানের গাছতলায় ওরা সবাই।
বললাম --
''কিরে আজ কাজ করবিনা?'
'' না আজ যে বিশ্বকর্মা পূজো ''
''প্রতিমা কোথায় তোদের ?'
''আমাদের প্রতিমা থাকবে কি করে?
আমরা যে বিভিন্ন জাতের।
কেউ হিন্দু,কেউ খ্রিস্টান ,কেউ মুসুলমান।
তাই---এইতো ঘট ,ঘটেই পূজো হবে.'.
'
আমার দিনের শুরু হওয়ার সঙ্গীরা ,
আমার পড়ন্ত বেলায় আবারও বুঝিয়ে দিল ,
ওরা সাম্প্রদায়িকতার উর্দ্ধে।
.....................................................................................................................................................
রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতকার অবলম্বনে।
......................................................................................................................................................
bah, khub valo hayeche lekhata kintu age eta parini to...
ReplyDelete2004 er diary theke.akhon jano r sevabe likhte parina..tabe purono lekhar sathe abar natun lekhar try korbo.
ReplyDelete