গঙ্গার ঘাটে স্নান করে শিশু,নরনারী ,
চোখ দাও ,কিছু দূর,নদীতীর ছাড়ি ,
চায়ের দোকান পাবে,পাবে টিকিটের ঘর ,
তার পরে পাবে অটো বা টাক্সি গাড়ী।
ছেড়ে আসি ঘাট ,
খুলে দিই এ মনের রুদ্ধ কপাট ,
নদী বুক ভরে আছে কানায় কানায় ,
উছলিয়া বুঝি সব ভাসা তেই চায়..
হেমন্তের মেঘ ভাসে আকাশের বুকে ,
সেখানেই বিহগেরা উড়ে যায় সুখে।
জলেতে পড়েনা আজ মেঘেদের ছায়া ,
যান চলাচলে, থির নেই, তার কায়া,।
ভাসে ডিঙ্গি এ নদীরও বুকে।
হাল ঠেলে,পাল তুলে চঞ্চল আবেগে।
সাথে তার এক বোঝা বাঁশের ভেলা ,
তাহাতেই মাঝি দেয় লগির ঠেলা।
যাবে কোন অজানায়--কোন সে দূরে ,
জানা নেই উত্তর ,রই চুপ করে।
মেঘ দেখি ,জল দেখি,দেখি মানুষের চলা ,
এমনি করেই কাটে অবসর বেলা।
..............................................................................................................................................
No comments:
Post a Comment