বিজন বাতাসে বোধহয় সেদিন বেজেছিল বনসুর
মাতাল ছিল মধুপের দল ,ভ্রমরা অতি মধুর।
বড় আনন্দে ছন্দে ছন্দে নেচেছিল বিহগেরা ,
আকাশে বাতাসে জ্যোছনা সকাশে হেসেছিল যত তারা
এসেছিলে প্রিয়তম।
ভাসিয়ে তরী বাজিয়ে ভেরী বলেছিলে' 'তুমি মম ''..
নুপুরে নিক্বনে সুমধুর তানে চাপা পড়ে গ্যাছে সে কথা ,
আকাশের নীলে মুখখানি তুলে খুঁজেছি কত যে বারতা।
দিনের গভীরে আকাশের বুকে লুকিয়ে থাকে যে তারা
রাত শেষে আর খোঁজেনি কেহ ,অভিমানে দিশাহারা।
নদীর জল হয় উচ্ছল ,জ্যোছনা বালুর চরে ,
রাতজাগা পাখি সারারাত জাগি একেলা ঘুরে মরে।
দূরে কোন ছেলে ,বনবিথী তলে বাঁশিতে বেহাগ তোলে
ঘরছাড়া মন পাগল উতল যেতে চায় সব ফেলে।
নিশীথ কাননে,একা আনমনে,ফুটেছে কামিনী জুঁই,
বেল,রজনী,করে কানাকানি,লুটায় চাঁপা ভুঁই।
জোনাকীর দল বড় চঞ্চল,আঁধারে ঝিলিক তোলে ,
যদি কেউ ভাবে ,পেয়েছে দিশা ,ক্ষণিক মনের ভুলে।
বাতাসের সুরে বহু দূরে দূরে আলোর রেখাটি ধরে ,
বিহগেরা যেথা খেলাঘর পেতে সুখ অনুভব করে ,
যেথায় ছন্দে পরমানন্দে শিখী মেলেছিল পাখা ,
সেথায় এখনও রুপালী জ্যোছনা পড়েনিত মেঘেঢাকা।
সেথা খুঁজলেনা প্রিয়তম ?
অতি ভীরু মনে সংগোপনে
বলেছিনু ,,,,'তুমি মম '.
মাতাল ছিল মধুপের দল ,ভ্রমরা অতি মধুর।
বড় আনন্দে ছন্দে ছন্দে নেচেছিল বিহগেরা ,
আকাশে বাতাসে জ্যোছনা সকাশে হেসেছিল যত তারা
এসেছিলে প্রিয়তম।
ভাসিয়ে তরী বাজিয়ে ভেরী বলেছিলে' 'তুমি মম ''..
নুপুরে নিক্বনে সুমধুর তানে চাপা পড়ে গ্যাছে সে কথা ,
আকাশের নীলে মুখখানি তুলে খুঁজেছি কত যে বারতা।
দিনের গভীরে আকাশের বুকে লুকিয়ে থাকে যে তারা
রাত শেষে আর খোঁজেনি কেহ ,অভিমানে দিশাহারা।
নদীর জল হয় উচ্ছল ,জ্যোছনা বালুর চরে ,
রাতজাগা পাখি সারারাত জাগি একেলা ঘুরে মরে।
দূরে কোন ছেলে ,বনবিথী তলে বাঁশিতে বেহাগ তোলে
ঘরছাড়া মন পাগল উতল যেতে চায় সব ফেলে।
নিশীথ কাননে,একা আনমনে,ফুটেছে কামিনী জুঁই,
বেল,রজনী,করে কানাকানি,লুটায় চাঁপা ভুঁই।
জোনাকীর দল বড় চঞ্চল,আঁধারে ঝিলিক তোলে ,
যদি কেউ ভাবে ,পেয়েছে দিশা ,ক্ষণিক মনের ভুলে।
বাতাসের সুরে বহু দূরে দূরে আলোর রেখাটি ধরে ,
বিহগেরা যেথা খেলাঘর পেতে সুখ অনুভব করে ,
যেথায় ছন্দে পরমানন্দে শিখী মেলেছিল পাখা ,
সেথায় এখনও রুপালী জ্যোছনা পড়েনিত মেঘেঢাকা।
সেথা খুঁজলেনা প্রিয়তম ?
অতি ভীরু মনে সংগোপনে
বলেছিনু ,,,,'তুমি মম '.
No comments:
Post a Comment