Friday, 24 October 2014

.শতরূপা

        

ঊমা কেঁদে কয় ,নবমী নিশিকে শেষ হয়োনা আজ রাতি ,,
          ....তবুও রজনী বিদায় নিয়েছে ,নিভায়ে সকল বাতি।
                                                    ঊমা ফিরছেন কৈলাসে,পতি তার পথ চেয়ে ,
                                                    তবুও তাঁহার অশ্রু নামে চোখের কাজল ধুয়ে।  
পতি সোহাগে সতী সোহাগিনী ঊমাপতি সেই শিব।
তবুও কখনও মহাকালী হয়ে মহামায়া কাটে জিভ।
                                                    ক্রুদ্ধরোষে জ্ঞান হারা তিনি,,থামাতে তাহাকে পতি ,
                                                   পথি মাঝে শিব শুয়ে থাকেন সুন্দর হয়ে অতি।
বুঝি পাপ জাগে অন্তর মাঝে,,তবুও শিবের বুকে ,
মহামায়া ঊমা শিবকালী হয়ে থাকেন মহাসুখে।
                                                    জগন্মাতা জগত ধাত্রী মুখ ভরা তাঁর হাসি,
                                                   ক্রোধ ভুলেছেন রোষ ভুলেছেন স্বামী সোহাগে আসি।
আবার তাইতো অবতীর্ণা মর্ত্যলোকের বুকে ,
মর্ত্যবাসীরা তাঁরই বন্দনায় জেগে ওঠে মহাসুখে।
                                                    বসন্তে বাসন্তী তিনি ,শরতে শারদীয়া ,
                                   তাঁর কি কখনও আমাদের কাছে হতে পারে বিজয়া ???????
.......................................................................................................................................
                                                           

No comments:

Post a Comment