প্রকৃতি
বসি একা আনমনে ,পূবের জানালা কোনে ,দৃষ্টি পথ পরে ছড়িয়ে ,
কোন এক অজানা লতা সুখাবেশে আছে সেথা,পথিপাশে তরুবুক জড়িয়ে।
কিশোর কিশোরী যত,যুবা শিশু যায় তত,যায় কত রিক্সা ও সাইকেল,
বাইক উড়ায়ে ধূলি,ঠেলাদের গলাগলি পাখিরা বসায় বেশ মাইফেল।
অপরূপ রূপে সাজি,জড়ায়ে যে পরগাছি,বৃক্ষের হয়ে গললগ্না ,
আমি তারে চেয়ে দেখি,হিংসেতে মরিমরি,বসে আছি হয়ে হৃদি ভগ্না।
না ঢালুক কেউ জল,হয় তবু ফুল,ফল,আগাছার ঝোপ নিজে বেড়ে যায়.
খালে জল তিরতিরে,সে আগাছা নতশিরে,জলের স্পর্শ ঠিক পেয়ে যায়।
এই সব দেখি যত,ভাব আসে অবিরত,মন চায় আরো কিছু লিখতে,
তৃপ্তি আসেনা তবু,আজ আমি চাই শুধু,প্রকৃতির থেকে কিছু শিখতে।
প্রকৃতি সুন্দর,অপরূপ,মনোহর,ডুবে যাওয়া যায় যদি সেখানে,
হয়ত কিছুক্ষণ,ব্যথা হয় উপশম,শান্তি আসে বুঝি মননে।
প্রকৃতির কোলে আমি,শিশু হতে ভালবাসি,কান পাতি ঝিরিঝিরিহাওয়াতে ,
একটুকু অবকাশে,চেয়ে দেখি নীলাকাশে,জীবনের মানে চাই খুঁজতে।
বিশালতার হাতছানি অনুভবে পাই আমি,চাইনা ঘরে আর রহিতে ,
সেদিন আসবে কবে ?সব কিছু ভুলে যবে,মিশে যাবো প্রকৃতির কোলেতে।
....................................................................................................................................................................
বসি একা আনমনে ,পূবের জানালা কোনে ,দৃষ্টি পথ পরে ছড়িয়ে ,
কোন এক অজানা লতা সুখাবেশে আছে সেথা,পথিপাশে তরুবুক জড়িয়ে।
কিশোর কিশোরী যত,যুবা শিশু যায় তত,যায় কত রিক্সা ও সাইকেল,
বাইক উড়ায়ে ধূলি,ঠেলাদের গলাগলি পাখিরা বসায় বেশ মাইফেল।
অপরূপ রূপে সাজি,জড়ায়ে যে পরগাছি,বৃক্ষের হয়ে গললগ্না ,
আমি তারে চেয়ে দেখি,হিংসেতে মরিমরি,বসে আছি হয়ে হৃদি ভগ্না।
না ঢালুক কেউ জল,হয় তবু ফুল,ফল,আগাছার ঝোপ নিজে বেড়ে যায়.
খালে জল তিরতিরে,সে আগাছা নতশিরে,জলের স্পর্শ ঠিক পেয়ে যায়।
এই সব দেখি যত,ভাব আসে অবিরত,মন চায় আরো কিছু লিখতে,
তৃপ্তি আসেনা তবু,আজ আমি চাই শুধু,প্রকৃতির থেকে কিছু শিখতে।
প্রকৃতি সুন্দর,অপরূপ,মনোহর,ডুবে যাওয়া যায় যদি সেখানে,
হয়ত কিছুক্ষণ,ব্যথা হয় উপশম,শান্তি আসে বুঝি মননে।
প্রকৃতির কোলে আমি,শিশু হতে ভালবাসি,কান পাতি ঝিরিঝিরিহাওয়াতে ,
একটুকু অবকাশে,চেয়ে দেখি নীলাকাশে,জীবনের মানে চাই খুঁজতে।
বিশালতার হাতছানি অনুভবে পাই আমি,চাইনা ঘরে আর রহিতে ,
সেদিন আসবে কবে ?সব কিছু ভুলে যবে,মিশে যাবো প্রকৃতির কোলেতে।
....................................................................................................................................................................
eta khub sundar hayeche ma, khub valo legeche amader.....
ReplyDelete