.............মন
মন চায় যা ,পায়না তা ,পায় তা যা ,সে চায়না।
মনের ইচ্ছে মাথা কুটে মরে ,অন্যে ভাবে বায়না।
মন পারে শুধু ,ছুটে চলে যেতে ,
দূর থেকে বহু দূর ,
কাজের মাঝেই ছায়া পড়ে ,আছে যে মন মুকুর।
মন ছুটে যায় আকাশ ছোঁয়া ,কত পর্বত চূড়ায় ,
কত জনপদ ,শহর ,নগরে মন হারিয়ে যায়।
এই মুহুর্তে অথৈ সাগরে ,এইতো আবার বনে ,
চোখের জলে ভাসছে হয়ত তখনই ঘরের কোনে।
রাজার দুলাল ,পথের ভিখারী,
সবই যে মনের কাছে ,
ভিখারী কে সে রাজা করে নেয় ,
টেনে নিয়ে বুক মাঝে।
স্বপ্নে দেখা রাজপুত্রের কি নেই বা আছে ,
তাই নিয়ে সে বিচলিত নয় শান্তি বুকের মাঝে।
মন উড়ে যায় সাথে নিয়ে সাথী ,ছোট্ট টিলার প'রে
পাশ দিয়ে তার বয়ে চলে ঝোরা ,মৃদু মন্দ সুরে।
টিলার মাথায় বাংলো একটি ,পাইন কাঠে ঘেরা ,
পর্দা সরালে কাঁচের ওপারে ,দাঁড়িয়ে পর্বতেরা ।
মন মনে করে ,খুব কাছে বুঝি ,হাত দিয়ে যাবে ধরা ,
আসলে সে যে দূর বহু দূর ,মাধুরী সে অধরা।
মাতাল করা রূপ সুধা দেখে ,মন,ঢালে লাল সুরা।
পানপাত্র শেষ হয়ে যায় ,টলমল করে ধরা।
জামাট বাঁধা কালোর নীচে ,সবুজ বনানী
সূর্য কিরণ পশ্চিমে ঢলে ,এলো আঁধার রজনী।
মন কি থামতে চায় ?............
আঁধার রজনী পিছে ফেলে রেখে ,সাগর বেলায় ধায়।
বালুকা বেলায় ঝিনুক কুড়ায়ে করতে নামে স্নান ,
সাথের সাথীর বুকেতে তখন ভালবাসার বান।
পরম আদরে স্নেহে আর প্রেমে ,মুখটি লুকিয়ে রাখে ,
তরঙ্গ যদি ছুঁয়ে যেতে চায় ,মাথাটি বুকেতে ঢাকে।
চলে যায় মন। .............
সমুদ্র তট আর ঝাউতলা ছেড়ে ,এ বন সে বন ঘুরে ,
গ্রামছাড়া কোন রাঙামাটি পথে ,মিষ্টি সে কোন সুরে।
সুর যেখানে ঝরনা হয়ে আকাশে বাতাসে ধায় ,,,,,,,,,,,
সেখানে একটু আঁচল পাততে মন করে হায় হায়।
পরমুহুর্তে উধাও সে' মন' শিল্পীর ঘরে ঢোকে ,
যেথায় শিল্পী রাত ভর জেগে আঁকতে চাইছে তাকে।
মন বসে পড়ে নতজানু হয়ে'ধরতে চেয়েছ মোরে ?'
আঁকতে চেয়েছ তুলি ক্যানভাসে ,মনেতে বন্দী করে?
থির হই তবে সাথী ,যাবোনা কোথাও আর।
আমায় বাঁধতে করেছ সাধনা ,রুদ্ধ করি দ্বার।
শিল্পী ;তুমি অঙ্কিত কর ,এইতো দিলেম' মন'।
এইতো আমার মনের ভিতর ভরন্ত যৌবন।
................যা দেয় না হতে থির।
আসমুদ্র হিমাচল ঘুরে ,ক্লান্ত চরণ ,শ্রান্ত শরীরে ,
' মন' এখন চলা থামিয়ে ,হয়েছে দেখ ----বধির। '
................................................................................................................................................ ........
khub valo hayeche
ReplyDelete