চাওয়া
কদিন ধরে মেয়েবলছে ,লেখ কিছু ,লিখছ না কেন মা ? তাইতো আবার কলম ধরা ,মেটাতে বায়না।
বারবার বলি ,আমার কলমে,নেই যে আর সে ধার
শুনতে চায়না ,বুঝতে চায়না জিজ্ঞাসে প্রতিবার।
প্রতি রাতে বলে ,লেখনি কিছু মা আজ ?
কেন লেখনা।লিখে যাও শুধু ,ছেড়ে দিয়ে সব কাজ।
চোখ ভরে আসে জলে ,এমন করে বলেনি তো কেউ আগে
বরং ,রাগে অনুরাগে বিরক্তি তে খাতা ছিড়েছি রাগে।
পাতার পর পাতা ,খাতার পর খাতা ,লেখা পরে আছে স্তুপাকার ,
তখন প্রানের আনন্দে ,মনের খিদেতে,কালি কলমের ব্যবহার।
উত্সাহে অনুত্সাহে লেখার হয়নি কমতি ,
রোগে ভোগে শোকে খাতা ছিড়লে ও ছন্দে পড়েনি যতি।
আজ, কেনরে পাগলী,কেন তোর্ এত চাওয়া ?
দুহাত ভরে কিছু পারিনা আর দিতে ,শুধু তোদের থেকেই পাওয়া। .
.................................................................................................................................................................
barbar tomar theke etuku ami chai
ReplyDeletesakal samay tomar theke e lekha jeno pai