রাত ভোর
রাতের চোখে ঘুমের কাজল
আমার চোখে জাগা ,
রাত ভোর আমি ভাবি সেই
অতীত ভালোলাগা।
ব্যথায় ব্যথায় যে ঢেউ ওঠে , সে ছবি দেখেনা কেউ ,
ওঠে আর পরে ,পরে আর ভাঙ্গে
তীর ছুঁয়ে যাওয়া ঢেউ।
ঢেউয়ের দোলায় হৃদয়ে কাঁপন ,
মন ভেঙ্গে ছারখার,
বুঝিনা কেন এই ভাঙ্গা গড়া ,
ঘুরে আসে বারবার।
চরাচর জুড়ে ,কালো আর কালো ,
আলতা সিঁদুর কই ?
রাত ভোর জেগে ,ভোরের আলো
দেখার আশায় রই।
অল্প ঘুমে ,নয়ন চুমে,কে যেন
ঠেকায় ঠোঁট ,
চমকে দেখি মোর বিছানায়
খেলা করে শিশু রোদ।
দেখি ,টেবিলে তোমার ছবি,
আজ তুমি আকাশ জুড়ে
পূব দিগন্তের রবি।
রাত ভোর আমি দেখেছি স্বপন
ভেবেছি সুখের কথা ,
মুঠো মুঠো ফুলে গাছ ভরে আছে
এতো রাতেরই স্বার্থকতা।
.................................................................................................................................................................
No comments:
Post a Comment