মান্তু অর্ণবের র্দ্বিতীয় বিবাহ বার্ষিকী তে ................................ .
সেদিন ছিল উত্তেজনা ,দুঃখ , কষ্ট একাকার ,
কি করে পারব এক করে দিতে ,দুটি হাত দুজনার।
আইবুড়ো ভাত দধি মঙ্গলা ,নান্দী ,মুখের পর,
বান্ধবীরা নিয়ে গেল মেয়েকে ,বন্ধ সাজঘর।
কোনদিকে সামলাই ?কত লোকজনে ভর্তি বাড়ী ঘর ,
তবুও যে সে নাই ,এদিক ওদিক ,তাকে দেখতে নারি।
অনুভব করি আছ পাশে পাশে ,ছেড়ে যাওনি মোটে ,
'বর এসেছে বর এসেছে ;;;ভাবনা গেলো কেটে। ....
বৃষ্টি ভেজা সাঁঝ বেলাতে এসেছে মেয়ের বর।
আমি অপয়া ,আয়নারে কেউ জামাই বরণ কর।
কত মজা ,কত রীতি নীতি ,হৈ হট্টগোল ,
বর বড়ো না কনে বড়ো ?তোল উঁচুতে তোল।
মনে তৃপ্তি চোখ ভরা জল..এমন জামাই আমার ?
ওগো .. দেখে যাও ;;এতদিন পরে ছেলে এসেছে আবার।
ক্লান্ত শরীরে ,শ্রান্ত মননে ,উঠতে পারিনা আমি
মেয়ে চলল শ্বশুরবাড়ী। সে আজ মহারানী।
বুকের ভিতর একি শূন্যতা ,কেন চোখ ভরে জলে ?
সব কি দেখছ ?সব কি শুনছ ?দাঁড়িয়ে অন্তরালে ?
নও তুমি শুধু দেয়ালের ছবি, জানি ,করেছ আশীর্বাদ
বুকে টেনে নিয়ে ওদের দুজনের মাথায় রেখেছ হাত...,
তাইতো আজ সফল ওরা সুখ দুঃখের সাথী
দুটি বছর পূর্ণ হলো ,আজ সেই বিবাহ রাতি।
;সুখে থাক মা ,শান্তিতে থাকে।কপোত কপোতী হয়ে ,
আমার সব আশিস ঝরুক আজ এ বরষা হয়ে। মা
................................................................................................................................................................................
No comments:
Post a Comment