আজ অনেক দিন পরে ,অসুস্থ শরীর আর অসুস্থ মন নিয়ে রাস্তায় বেড়িয়েছি।
গন্তব্য ডক্টরের চেম্বার।ফাঁকা গাড়ির সিটে হেলান দিয়ে যেতেযেতে ভাতঘুম টায় জুড়ে আসছিলো
চোখের পাতা। তবুও চোখ টানটান রেখেছিলাম ড্রাইভারের পাশে বসেছি বলে। পথের দু ধারে বড়ো বড়ো
ঘন সবুজ গাছের সারি। পিচমোড়া সুন্দর ঝকঝকে রাস্তা। নিঝুম দুপুরে শুধু গাড়ীর হৰ্ণ সচকিত করে তুলছে আশপাশ।হঠাৎ চোখে পড়লো ঘন সবুজের আড়ালে সাদা ধবধবে কিছু। আরে কি সুন্দর ,কাশের গোছা মাথা দোলাচ্ছে স্তব্ধ দুপুরে। এ যেন হাতছানি ,এ যেন ঈশারা। মনে পড়ে গেল এ হাতছানি আগমনী র। শারদীয়ার। একটু
পরেই চোখে পড়লো ছেলেরা দল বেঁধে কি সুন্দর প্যান্ডেল বানাচ্ছে। কি তাদের কর্ম ব্যস্ততা। আর একটু এগোতেই দেখি আরো একটা প্যান্ডেল। এখনো কাপড় পড়েনি ছাউনিতে। তবুও কি সুন্দর।জলের ওপর কৃত্রিম সিঁড়ি
বানিয়ে একটি সুন্দর মণ্ডপ বানাবার চেষ্টা। এবার মনটা ছোটোছেলের মতো খুশিতে ভরে উঠলো। মন বললো মনেমনে মা আসছেন ,পুজো আসছে ,তাই চারদিকে শিউলি ফোটার গন্ধ,কাশের সাদর আমন্ত্রণ। কিছু সময়ের জন্যে ভুলে গেলাম আমি কে ?কোথায় যাচ্ছি ?কেন যাচ্ছি ?শুধু মনে গুনগুন একটাই পুজো। ...পুজো ..........পুজো। আমার অসুস্থ শরীর অনেক টাই সুস্থ মনে হচ্ছে। অন্যমনস্ক হয়ে ছিলাম। ড্রাইভার বললো ম্যাডাম এবার নামুন। নামলাম গাড়ি থেকে। দু চার পা এগিয়ে ঢুকলাম ডাক্তারের চেম্বারে। ডাক্তার জিজ্ঞাসা করলেন 'কেমন আছেন ?'----বললাম ভালো আছি. ..............................................................................
.