Sunday, 12 July 2015
মনের কথা
খাওয়া আর শো য়া , শোয়া আর ঘুম ,এই হয়েছে কাল ,
শুয়ে শুয়ে আমি অভিযাত্রিনি হয়েছি বাচেন্দ্রী পাল।
সুমেরু কুমেরু সব পেরিয়ে কোন অতলের তলে ,
ঘুম ভেঙ্গে উঠে হতাশায় দেখি বিছানা অথৈ জলে।
কখনও ভাবি সেই মেয়েটি বুলা সরকার বুঝি
নিজের মাঝে কখনও কখনও তাকেই আমি খুঁজি।
ইংলিশ চ্যানেল পেরোতে গিয়ে দেখি সাঁতার ই জানিনা
কিছু হতে চাওয়াবৃথা এ জীবন মানাতে যে পারিনা।
নাইবা হলাম সাইনি ,ঊষা,সোমা ,উমা আর কেউ, মনটা কেন পারলনা হতে শুধু ,মা দিদি বা বউ।
একি দোটানা দুরন্ত জীবনে ,একি মোর অভিশাপ
চেষ্টা করেও বিফল আমি পিছিয়েছি ধাপে ধাপ। ,
হতে পারতাম ভালো madam স্নেহময়ী সিস্টার,
শুধু ভালো মা বৌমা ,বৌদি ,কলমেও ছিল ধার।
শুধু সেবা দিয়ে ,ভালবাসা দিয়ে ,সঠিক পথটি দিয়ে
চেয়েছি হাঁটতে ,ভালো যে বাসতে ,দুনিয়াটা সাথে নিয়ে।
হয়নি কিছুই তাতে।
শুধু ভালবাসায় হয়না কিছুই আজ
ভালবাসা তাই বুকে জমে আছে এগোয়নি মোর কাজ।
শুয়ে শুয়ে আমি অভিযাত্রিনি হয়েছি বাচেন্দ্রী পাল।
সুমেরু কুমেরু সব পেরিয়ে কোন অতলের তলে ,
ঘুম ভেঙ্গে উঠে হতাশায় দেখি বিছানা অথৈ জলে।
কখনও ভাবি সেই মেয়েটি বুলা সরকার বুঝি
নিজের মাঝে কখনও কখনও তাকেই আমি খুঁজি।
ইংলিশ চ্যানেল পেরোতে গিয়ে দেখি সাঁতার ই জানিনা
নাইবা হলাম সাইনি ,ঊষা,সোমা ,উমা আর কেউ, মনটা কেন পারলনা হতে শুধু ,মা দিদি বা বউ।
একি দোটানা দুরন্ত জীবনে ,একি মোর অভিশাপ
চেষ্টা করেও বিফল আমি পিছিয়েছি ধাপে ধাপ। ,
হতে পারতাম ভালো madam স্নেহময়ী সিস্টার,
শুধু ভালো মা বৌমা ,বৌদি ,কলমেও ছিল ধার।
শুধু সেবা দিয়ে ,ভালবাসা দিয়ে ,সঠিক পথটি দিয়ে
চেয়েছি হাঁটতে ,ভালো যে বাসতে ,দুনিয়াটা সাথে নিয়ে।
হয়নি কিছুই তাতে।
শুধু ভালবাসায় হয়না কিছুই আজ
ভালবাসা তাই বুকে জমে আছে এগোয়নি মোর কাজ।
Subscribe to:
Posts (Atom)